বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভালুকায় উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী সংবর্ধনা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী সংবর্ধনা 

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা, বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। নতুন পরিষদের শপথ গ্রহণ করে প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউএনও আলীনূর খানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভালুকা পৌরমেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা। 

অনুষ্ঠানে ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিতদের উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

টিএইচ